About Us

আইরিশ টেকনিক্যাল ইনস্টিটিউট

“ব্রিক” – নামটি খুলনায় কম্পিউটার ও মেডিকেল এসিস্ট্যান্ট (ম্যাটস) শিক্ষায় সুপরিচিত ও জনপ্রিয় একটি নাম। ১৯৯৯ সালে ব্রিক প্রথম কার্যক্রম শুরু করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে।
পরবর্তীতে কারগরি শিক্ষার প্রসারে ২০০৬ সাল থেকে কার্যক্রম বৃদ্ধি করে দক্ষতা বৃদ্ধি সহ কর্মসংস্থান সৃষ্টিতে ব্রিক অন্যন্য অবদান রেখে চলছে। ফলাফল হিসেবে গড়ে উঠেছে ব্রিক ম্যাটস, ব্রিক কম্পিউটার ইনস্টিটিউট, ব্রিক মেডিকেল ইনস্টিটিউট,
সুন্দরবন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স এর মত প্রতিষ্ঠান। কম্পিউটার টেকনোলজি ও ফাইন আর্টস এ আরও এডভান্স ১ বছরের কোর্স নিয়ে ব্রিক গ্রুপের লেটেস্ট প্রতিষ্ঠান- আইরিশ টেকনিক্যাল ইনস্টিটিউট, যার প্রধান ক্যাম্পাস
খুলনার ফুলতলা তে  অবস্থিত।

বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওয়ায় এক বছর মেয়াদী এডভান্সড কোর্স ইন কম্পিউটার টেকনোলজি এবং এডভান্সড কোর্স ইন ফাইন আর্টস অফার করছে, যা খুলনা শহরে প্রথম।
কম খরচে মানসম্পন্ন শিক্ষা প্রদানে বরাবরের মত আইরিশ টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিশ্রুতিবদ্ধ। তাছাড়া অর্থনৈতিকভাবে অসচ্ছল ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ ছাড়।